স্বাগতম

ফেনী মডেল হাই স্কুলে আপনাকে স্বাগতম। ঔপনিবেশিক শাসন যুগে ভারতীয় উপমহাদেশে ব্যাপক জনগোষ্ঠী শিক্ষার অভাবে যখন উম্মী,অন্ধকার ও কুসংস্কারে নিমজ্জিত তখন মানুষকে শিক্ষিত, সচেতন, বুদ্ধি সম্পন্ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষে কিছু সাধক, পুরোহিত, পন্ডিত, সমাজপতি, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সনাতন পদ্ধতিতে শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করেন। ফেনী শহরের প্রাণ কেন্দ্রে পূর্ব উকিলপাড়ার মুন্সী বাড়ির কামেল মুস্তাকী মুন্সী আশ্রাফ আলীর একমাত্র ক্ষণজন্মা পুত্র মুন্সী আব্দুল বারী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে স্যার সলিম উল্যাহ মুসলিম একাডেমি থেকে এন্ট্রান্স ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করে জনহিতকর কাজে আত্মনিয়োগ করেন । নিরলস বিদ্যাব্রতী মুন্সী আব্দুল বারি ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক রোডের একেবারে পাশ ঘেঁষে ত্রিপুরা মহারাজদের কীর্তি ফেনী রাজবাড়ীর উল্টোদিকে তার নিজস্ব মালিকানাধীন একখণ্ড জমির উপর একখানা চৌচালা টিনশেড ঘর নির্মাণ করে ১৯২৭ সালে ফেনী মডেল হাই স্কুল নামকরণ দিয়ে নিজেই স্কুলটি চালাতে শুরু করেন। বারিক মিয়া নিজেই স্কুলের হেডমাস্টার ছিলেন। তখন সকলেই ফেনী মডেল হাই স্কুলকে বারিক মিয়ার স্কুল নামেই চিনতো। ১৯২৭ খ্রিস্টাব্দে স্কুলটি জুনিয়র স্বীকৃতি লাভ করে। ১৯৪২ খ্রিস্টাব্দে স্কুলটি তদানীন্তন ফেনী মহাকুমার এম.ই (মিডল ইংলিশ) স্কলারশীপ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি লাভ করে। ১৯৬৪ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হলে স্কুলটি মাধ্যমিক স্তরে উন্নীত হয় এবং ১৯৬৫ সালে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী অংশগ্রহণের অনুমতি লাভ করে। এম.ই স্কলারশীপ পরীক্ষায় অংশগ্রহণের জন্যই ১৯৪২ খ্রিস্টাব্দ থেকে এই স্কুলে মহকুমার অনেক কৃতি ছাত্রদের ভীড় ছিল। প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ফেনীর শিক্ষাক্ষেত্রে এই স্কুলের অবদান অনস্বীকার্য। এখান থেকে বেরিয়েছেন এমন অনেক বরেণ্য ছাত্র-ছাত্রী, রাজনীতি, প্রশাসন, শিক্ষা, শিল্প-সাহিত্য, সংবাদপত্র, স্থাপত্য সহ কর্মজীবনে নানা ক্ষেত্রে দেশে বিদেশে সুনাম ছড়িয়েছেন এবং আজও ছড়াচ্ছেন।