⏰ শেষ তারিখ: ** ডিসেম্বর, ২০২৫
অনলাইন আবেদনের শেষ তারিখ
📋 ভর্তির তথ্য
শ্রেণি
৬ষ্ঠ, ৭ম, ৮ম এবং ৯ম শ্রেণি
আবেদনের ধরন
অনলাইন এবং সরাসরি উভয়
ফলাফল প্রকাশ
** জানুয়ারি, ২০২৬
ভর্তির তারিখ
** জানুয়ারি, ২০২৬
📄 প্রয়োজনীয় কাগজপত্র
- পূরণকৃত আবেদন ফর্ম
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (৪ কপি)
- পূর্ববর্তী শ্রেণির মার্কশিট ও সার্টিফিকেট (মূল এবং ফটোকপি)
- জন্ম নিবন্ধন সনদপত্র (মূল এবং ফটোকপি)
- অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (ফটোকপি)
⚠️ প্রয়োজনীয়
- ১। প্রত্যেক আবেদনকারী জন্ম নিবন্ধন দিয়ে একবার আবেদন করতে পারবেন।
- ২। আবেদন করার পর আবেদন ফি ৭দিনের মধ্যে পরিশোধ করতে হবে। পরিশোধ না করলে আবেদনপত্র বাতিল হবে।
- এই ফরমটি ডাউনলোড করে ছাত্র/ছাত্রীর মার্কশিট ও ১ কপি সত্যায়িত ছবি সঙ্গে আনুন।